বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

সমুচ্চারণ

.                            সমুচ্চারণ
.                     রফিক উদ্দিন লস্কর 
বেশ ছিমছাম পরিবেশে এই আমাদের গাঁ, (গাঁ- গ্রাম)
আজ ফিটফাট গা'টা দেখুন কসরতে যা। (গা- শরীর)
বাবু ছুটেন অফিসেতে পরিপাটি আবরণ , (আবরণ- পোশাক) 
বাহারি আভরণ পেয়ে প্রসন্ন মায়ের মন।  (আভরণ- অলংকার)
কূজনে ঘুম ভাঙে তাই ভোরে জেগে যাই, (কুজন- পাখির ডাক) 
আমাদের গ্রামে নেই কুজনের কোন ঠাঁই। (কুজন - খারাপ লোক) 
এই গ্রামে অনেকেরই রয়েছে যে অবদান, (অবদান- কীর্তি) 
অবধানে হতে পারে কঠিন বিষয় সমাধান।  (অবধান- মনোযোগ) 
গ্রামের পূজোয় বসে কত অস্থায়ী আপণ, (আপণ- দোকান) 
আপনকে কাছে পেলে আনন্দে ভরে মন। (আপন- নিজ)
সবে মিলে বদমাশের ঘাঁটি করে উৎখাত, (ঘাঁটি- কেন্দ্র/আস্তানা) 
নির্বিঘ্নে নদীতে তাই ঘাটি চলে দিন-রাত। (ঘাটি- পাটনি)
বিজনে বসিয়া সাধু করে যান তপ ধ্যান,   (বিজন- একাকী) 
তরুছায়ে বীজনে পথিকের জুড়ায় প্রাণ।( বীজন- বাতাস দেওয়া)

২৭ মে ২০২১ ইং (নিতাই নগর হাইলাকান্দি, আসাম-ভারত) 

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...