. বিবাগী মন
. রফিক উদ্দিন লস্কর
মনের সকল সুপ্ত বাসনা আজ কফিনে বন্দি
একঘেয়ে একঘরে কোয়ারেন্টাইনের মতো,
ভালো নেই, বিসম্বাদে আতংকের দিনযাপন
মৃত্যুমিছিল দেখে হৃদয়পাখিটা ক্ষতবিক্ষত।
গোঁজামিলে সেঁটে দেয়া জীবনের সমীকরণ
ঝড়ো বাতাসে প্রায় ডুবুডুবু আশার সাম্পান,
সময়টা চলছে দ্রুত লাগামহীন ঘোড়ার মতো
সূর্যাস্তে কি উপস্বত্ব চালায়ে বিশাল অভিযান।
মনের করিডোরে সমস্ত দিন স্বপ্নের পায়চারি
ভরসার পাঁচিলে হোঁচট লেগে একদম ন্যুঁজ,
আশার আকাশে ঘন কালো মেঘের আস্তরণ
বিবাগী মন নীরবে চলে কেউ রাখেনি খোঁজ।
০১ জুন ২০২১ ইং, নিতাইনগর-হাইলাকান্দি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন