গীতিকবিতা
(সুর- প্রচলিত)
বন্ধু
রফিক উদ্দিন লস্কর
বন্ধুরে রে তোর মনাকাশে
আমি উড়াল পাখি,
সকাল দুপুর উইড়া উইড়া
ক্লান্ত দুটি আঁখি ।
একটু সুখের আশায় আমি
ছাড়লাম বাড়ি-ঘর,
ভবসাগরে কূলকিনারা নাই
হয়নি তরী নোঙর।
কত বিশাল তোমার আকাশ
উড়ার ছিলো আশা,
বুকের মাঝে জমিয়ে রাখা
হাজার ভালোবাসা।
তোর আকাশে উড়বো আমি
হইয়া রঙিন ঘুড়ি,
থাকবো আমি তোরই সাথে
জনম জনমের জুড়ি।
এতো বড়ো আকাশ তোমার
করলি আমায় পর,
আমি তোর বিহনে ঘুরে ঘুরে
হইলাম যাযাবর।
২১জুলাই, ২০২২ইং(নিতাইনগর,হাইলাকান্দি-আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন