বুধবার, ২০ জুলাই, ২০২২

আমরা আছি


   আমরা দেশের সৈনিক 
    রফিক উদ্দিন লস্কর 

আমরা শিশু আমরা কিশোর 
আমরা দেশের ভবিষ্যত,
আমরাও পারি দেখিয়ে দিতে
সহজ সরল চলার পথ।

আমরা যুবক বুকভরা তেজ
আমরা দেশের সৈনিক, 
রাত বিরেতেও পাহারা দেবো
আমরা দেশের চৌদিক।

খেলার সময় খেলবো মোরা
আর ঘুমের সময় ঘুম,
পড়ার প্রতিও থাকবে মোদের
মনোযোগের ঝুম।

আমরা ছোটদেরই করব স্নেহ
আর বড়োদের সম্মান, 
দেশের ইতিহাসেরই পাতায় 
থাকব চির অম্লান। 

২০ জুলাই ২০২২ইং, নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত) 

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...