সবখানেই ভেজাল
।। রফিক উদ্দিন লস্কর ।।
ওরা আজও দেখে না ভাই নিজেরই শকল
যখনই যা দেখে হুবহু তা করে নেয় নকল।
কারো বা হাটার স্টাইল কারো মাথার চুল,
প্রতিলিপি করতে যে তার হয়না কোন ভুল।
পড়ালেখা, খাওয়া দাওয়ায় সবখানে আছে
অন্যের ভালোতে তার আনন্দে পরাণ নাচে।
অগোচরে দাবি করে অন্যের সৃজন- সৃষ্টি,
বাহবা কুড়ায় পরের শ্রমে, জুটে ফুলবৃষ্টি।
কথাবার্তা চালচলন হয়তো খেলার মাঠে,
মাঝির দাঁড়ে খুঁজে পাবে নদীর কোন ঘাটে।
সবাই তো বোকা নয় চোখমুখ আছে খোলা
আর কত বোকা বানাবি ওরে আপনভোলা।
১৯ জুলাই ২০২২ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন