আজব স্যার
রফিক উদ্দিন লস্কর
সামাজিক মাধ্যমে চলে কতো সব মাস্টারি
অন্যের লেখাগুলো কিন্তু হুবহু নকল করি।
নিজের মুরোদ নেই আর সৃষ্টি তো বহুদূর!
ভাবেনি সেই বেটা নিজেই যে কমজোর।
যেই করে যা সৃজন সেই বুঝে তার মূল্য
ঠগবাজ বুঝেনি তা সে তার কতটুকু তুল্য।
বাস্তবে নিজের পরিসর আর জ্ঞানের বহর,
অভাগা আজও পারেনি তা করতে ঠাহর।
রচনাকাল;- ৩০এপ্রিল ২০২২ ইং
(নিতাইনগর, হাইলাকান্দি -আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন