ইচ্ছের আর্তনাদ
রফিক উদ্দিন লস্কর
আমার মনের আকাশ জুড়ে
আছে শুধু নির্জনতা,
ভাবনাগুলো হাওয়ায় বেড়ায়
মুখ খুলে কয়না কথা।
আজ ইচ্ছেগুলো মরছে পুড়ে
মনের বনে দাবানল,
চাওয়া পাওয়ার হিসেব কষে
শূন্য যার ফলাফল।
দুঃখের তরীর নাই কূলকিনারা
উতালপাতাল ঢেউ,
মাঝি ভবসাগরে একলা কাঁদে
দেখেনি তা কেউ।।
১৪ এপ্রিল ২০২২ইং,
নিতাইনগর -হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন