ইচ্ছে ডানা
রফিক উদ্দিন লস্কর
রাত বেড়েছে চাঁদের গায়ে
আধার প্রলেপ ছাঁয়া,
ইচ্ছে ডানা ছুটলো এবার
কাটিয়ে সকল মায়া।
ইচ্ছে ডানার সাধ জেগেছে
আকাশ দেশে যাবে,
হাজার তারার বুকের মাঝে
সুখটা খুঁজে পাবে।
ইচ্ছে ডানার রঙিন সুতোয়
যোগ বিয়োগের খেলা,
মন অথৈজলের ঘুর্ণিপাকে
ভাসায় দুঃখের ভেলা।
মন চলেছে রোদ বৃষ্টি মেখে
পাগলা হাওয়ার বেশে,
তাই দিচ্ছে পাড়ি ইচ্ছে ডানা
নীল গগনের দেশে।
মেঘের দেশে সাঁতার কাটে
অবশ হলো দেহ,
ইচ্ছে ডানার দুঃখের শাম্পান
দেখেনি তো কেহ!
আকাশ বাড়ির চারপাশেতে
হরেক ফুলের মেলা,
দুঃখ গুলো আসর জমায়
কাটায় তাহার বেলা।
৩১ মার্চ ২০২২ইং,
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন