অহংকারী
রফিক উদ্দিন লস্কর
কাক যখন খঞ্জনা হয়,
সে ভুলেই যায়
তার নিজের পরিচয়।
দাম্ভিকতা ও অহংকার,
মন মগুজে রয়
বোঝাই করা নিত্য তার।
নিজের থাকা বাটখারায়,
কার কতো ওজন
স্বজ্ঞানে সে মাপতে চায়।
দেখলে এমন কারবার,
ইচ্ছে করে সজোরে
চড় মারতে গালে তার।
০১ আগস্ট ২০২২ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন