সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

প্রণম্য শিক্ষক

.                       প্রণম্য শিক্ষক 
.                  রফিক উদ্দিন লস্কর 
আমার প্রথম শিক্ষিকা আমার গর্ভধারিণী মা,
যার জন্য দেখা আলোর মুখ তাঁর নেই উপমা।
এই পৃথিবীর আলো বাতাস সব করে অনুভব,
শিক্ষিকা মায়ের জন্য আজ বেঁচে থাকা সম্ভব। 
আমার প্রথম শিক্ষক বাবা যিনি মায়ের পশ্চাত,
যার ঔরসে মায়ের গর্ভে হয় আমার সূত্রপাত। 
বাবার হাতে গুটিগুটি পায়ে প্রথম হাটতে শেখা, 
শিক্ষক বাবার জন্য বদলে যায় জীবনের রেখা।
বড় হওয়া ক্রমে প্রকৃতি ও পরিবেশের সমন্বয়ে,
আত্মীয় স্বজন, পাড়াপড়শির নিতান্ত ছাত্র হয়ে। 
গ্রামের পাঠশালার শিক্ষাগুরু সরকারি খাতায়,
আনুষ্ঠানিকভাবে নাম লেখেন ছ'বছরের মাথায়।
সেথা হতে যাত্রা শুরু, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, 
আজ সকল শিক্ষকের জন্য মানুষ নামে পরিচয়। 
আমার শিক্ষক বন্ধু-বান্ধব আর পরিবার-পরিজন,
যাদের কাছে শিখেছি অনেক, সাজিয়েছে জীবন। 
আমি কৃতজ্ঞ ওদের চিরঅক্লান্ত পরিশ্রমের নিকট 
যারাই রাঙিয়ে দিলেন আমার জীবনের চিত্রপট। 

৫সেপ্টেম্বর ২০২২ইং 
আর. ই. নার্সিং হোম শিলচর (আসাম-ভারত) 



কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...