. অভিমানী ছেলে
. রফিক উদ্দিন লস্কর
ব্যস্ত শহরের মায়াবী সন্ধ্যায়
এক কিশোর ছেলে,
একাকী স্ট্রিট লাইটের নীচে
স্বপ্নের পসরা মেলে।
সারাটা দিনের ক্লান্তি শেষে
মত্ত রয় বিষাদী গানে,
হাসি-কান্নার সময়ের ফাঁকে
খুঁজে জীবনের মানে।
নিশীথের শয্যা কাঁটায় ঘেরা
ঘুমের ঘরে লড়াই চলে,
বিদ্রোহী ভাবনা পিছন হতে
আগামীর কথা বলে।
স্বপ্নগুলোও লুকোচুরি খেলে
দরজায় কড়া নাড়ে,
ব্যাথার সাগরে বিমূর্ত সময়ে
দুঃখের সাম্পান ছাড়ে।
হতাশায় কাটে জীবন প্রহর
পায়নি সুখের দেখা,
কিশোর ভাবে সুখটুকু তার
হয়নি কপালে লেখা।
রচনাকাল- ১০ অক্টোবর ২০২২ইং,
(ঘুংঘুর-শিলচর)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন