. বহুরূপী মানুষ
. রফিক উদ্দিন লস্কর
আমি দেখেছি অনেক প্রতাপী মানুষ
তাদের অহংকার আর টাকার গরম,
দেখেছি দারিদ্রসীমার সেই মানুষজন
যারা সহজসরল গলার সুরও নরম।
আমি দেখেছি অনেক সুন্দরী ললনা
যাদের রূপের কাছে হার মানে চাঁদ,
সময়ের গতি বদলে দিয়েছে তাদের
চাকচিক্যময় জীবন যখন মৃত্যু ফাঁদ।
আমি দেখেছি সেই পিতৃহীন ছেলেটা
ঘাম ঝরাতে সংসারের ঘানি ঠেনে,
ধৈর্য, ইচ্ছা, সুশিক্ষা, নিষ্ঠা ও সততা
জীবনে তার সফলতা দিয়েছে এনে।
আমি দেখেছি বড়লোকের ছেলেটা
দামী বাইকে প্রচন্ড শব্দ, তীব্র গতি,
যখন ঘুষখোর বাবার অঢেল টাকা
তাই ছেলের জীবনে নেই পরিমিতি।
আমি দেখেছি বনেদিঘরেরও সন্তান
নেশায় আচ্ছন্ন যার ভিন্ন পরিবেশ,
বাবার সঞ্চিত টাকা নেশার খোরাক
সে নিজেকে একদম করতে শেষ।
আমি দেখেছি অনেক চাষিরও ছেলে
উচ্চশিক্ষিত বা বড়ো কোন অফিসার,
সাদামাটা জীবনে নেই কোন হাবভাব
বড়োই অমায়িক যার সাধু ব্যবহার।
আমি দেখেছি আজও আছেন অনেক
সত্যপথের যাত্রী দরদী উদার লোক,
ভবের মাঝে যাদের জন্য আছে টিকে
শান্তি শৃঙ্খলা আর সামাজিক সুখ।
রচনাকাল - ১১ নভেম্বর ২০২২ইং
কাটলিছড়া-হাইলাকান্দি [আসাম-ভারত]
সময়- রাত ১০:০৬ মি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন