দুঃখবিলাস (লিমেরিক)
রফিক উদ্দিন লস্কর
যখন ফুটবল খেলা নিয়ে মাতে সারা বিশ্ব
তখন আমাদের ছেলেগুলো একদম নিঃস্ব!
গায়ে নেই শক্তি পায়ে নেই বল
বুকভরা দুঃখ চোখ ভরা জল
জানি, গুরুর অভাবে কাঁদে ফুটবলের শিষ্য।
রচনাকাল- ২৪ নভেম্বর ২০২২ইং, রাত ৮:০৪ মি.
কাটলিছড়া- হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন