বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

দুঃখবিলাস (লিমেরিক)

                   দুঃখবিলাস  (লিমেরিক)
               রফিক উদ্দিন লস্কর 

যখন ফুটবল খেলা নিয়ে মাতে সারা বিশ্ব
তখন আমাদের ছেলেগুলো একদম নিঃস্ব!
গায়ে নেই শক্তি পায়ে নেই বল
বুকভরা দুঃখ চোখ ভরা জল
জানি, গুরুর অভাবে কাঁদে ফুটবলের শিষ্য। 

রচনাকাল- ২৪ নভেম্বর ২০২২ইং, রাত ৮:০৪ মি.
কাটলিছড়া- হাইলাকান্দি (আসাম-ভারত) 

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...