ভাটির টানে
রফিক উদ্দিন লস্কর
মন ডুব দিলো কোন সাগরে
হয়নি কিছুই জানা,
জানলে তারে রাখতাম ধরে
করতাম যেতে মানা।
মুক্তা পাওয়ার আশা নিয়ে
ছাড়লো বাড়িঘর,
লোভের বশে ভুলে গেলো
আত্মীয়স্বজন পর।
মুক্তা খুঁজতে ডুবে ছিলো
কোন সাগরের তলে,
মনের মুক্তা হারিয়ে গেলো
স্বপ্ন দেখা বিফলে।
সাগর তীরে রাতের বেলায়
জলকেলিতে সুখ,
তাই মাঝি বিহীন তরীখানি
কেঁদে ভাসায় বুক।
খুঁজতে খুঁজতে সময় গেলো
কি'বা পেলো তার!
ঢেউয়ের মাঝে মন বেচারার
ডুবাই যখন সার।
স্বপ্নগুলো আজ হোঁচট খেয়ে
ফিরছে বাড়ির পানে,
নেই কোলাহল মনের রাজ্যে
সবই ভাটির টানে।
রচনাকাল- ২৬ ডিসেম্বর ২০২২ইং, ১১:৪০
কাঞ্চনপুর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন