রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

স্বাগত

             স্বাগত 
   রফিক উদ্দিন লস্কর 

সুখে ও দুখে পার করেছি 
বিগত একটি সন,
নতুন বছর রাঙিয়ে দেবে 
বিশ্বাসী এই মন।

আসছে দ্বারে নতুন বছর 
প্রাপ্তি সুখের উল্লাসে,
পুরাতনকে বিদায় দিলাম
বুক বেঁধে সেই আশে।

কান্না হাসি ও ভুল-ত্রুটিতে
পার করেছি সময়,
দেখি নতুন দিনে নতুন স্বপ্ন
বিশ্ব করতে জয়।

ধুয়ে মুছে যাক্ মনের সকল
ক্লান্তি-গ্লানি-বেদনা,
যখন আসছে একটি নববর্ষ 
জানাই শুভকামনা।

এবার নতুন বছর আনুক বয়ে
সফলতা আর সুখ,
যেন এই বছরান্তে গর্বে সবার 
ভরে উঠে দৃপ্ত বুক।


কাটবে ভালো নতুন বছর
রইলো এই প্রত্যাশা,
আর বিশ্বজুড়ে ছড়িয়ে যাক্ 
প্রেমপ্রীতি ভালোবাসা।

রচনাকাল- ০১/০১/২০২৩ ইং, ১৪:১৫ মি.
কাটলিছড়া, হাইলাকান্দি (আসাম-ভারত) 

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...