আত্মতৃপ্তি
রফিক উদ্দিন লস্কর
সুস্থ বিবেকের কলিংবেল একবারও বাজেনা মনের দ্বারে
তখন মানুষ ও পশুতে কি কোনো পার্থক্য থাকতে পারে?
যেমন মাকড়সার ছানা তার নিজ মাকে খেয়ে হয় পরিপুষ্ট,
মা নির্ঘাত মরে মরুক, নিজে বেঁচে আছে এতেই সে সন্তুষ্ট।
বড়ো হয় ঘুরে বেড়ায়, পুলক জাগে জীর্ণশীর্ণ আট চরণে,
নিজের জালে নিজেই নাচে অবশ্যম্ভাবী মৃত্যু তারই সনে।
যদি বেঁচে থাকে মায়ের মতোই একদিন হবে শূন্য নির্মোক,
তাকে খেয়ে আনন্দে নৃত্য করবে মর্তে পাবে রাক্ষসেরা সুখ।
মর্মের কাছে ধূর্ত চালাক, সহজসরলের কাঁধে ভারী বোঝা,
বক্রতার পরিসীমা তাই অমানুষের ভিড়ে চলা নয় সোজা।
মানবতা মার খায় শ্মশানে কবরে, বাঁকা মুখ একরাশ ঘৃণা
যুক্তিতে সবাইকে বুঝানো যায় কিন্তু মুর্খকে কিছুতেই না।
রচনাকাল: ০২/০১/২০২৩ ইং, ২৩:৫৩মি.
কাটলিছড়া (হাইলাকান্দি-আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন