বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩

জীবনের স্বাদ

                  জীবনের স্বাদ
             রফিক উদ্দিন লস্কর 
গোছালো অগোছালোতে একটাই জীবন 
যার অর্ধেক অংশ ঘুম বাদবাকি টেনশন। 
ঘূর্ণাবর্তের জীবনে আসে যখন ভয়ভীতি,  
কেহ হাসে খিলখিল কেহ গায় শোকগীতি। 

জীবনের মোহ মায়া পদে পদে আটকায়,
কারো ঘরে দুধভাত কারো মুখ হতাশায়।
অবিরামভাবে চলা রোদ ঘাম মেখে গায়,
জীবনের গতিপথও মাঝেমাঝে বদলায়। 

যখন হাড়ভাঙা খাটুনিতে জীবনের সঞ্চয়,
তখন গরম চায়ের চুমুকে সর্বসুখ মনে হয়। 
অর্থের সামনে এসে আপনপর চেনা যায়,
জীবন সফল সার্থক পরিশ্রমের মোহনায়।

রচনাকাল- ০৫/০১/২০২৩ ইং, ১৯:২১ মি.
হাইলাকান্দি (আসাম-ভারত)



কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...