শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩

মনস্তাপ


                মনস্তাপ 
     রফিক উদ্দিন লস্কর 

আমার বাড়ির আকাশ যখন 
কালো মেঘের কোলে,
তোমার বাড়ির সামনের মাঠ
দোলে রঙিন ফুলে। 

আকাশ তোমায় সংস্রব দেয়
হাওয়াও দেয় তাল,
আমার ভরাগাঙে তরী ভাসে
ছেঁড়ে যে তার পাল।

জলের ঢেউয়ে ভাসছে যখন 
আমার দুঃখের ভেলা,
তখন চাঁদনিরাতে তারার দলে 
চলছে তোমার খেলা। 

যখন আমার বাড়ির সমুখেতে
ধূলোর ঝড় বয়,
তখন তোমার বাড়ির সর্বভাগে 
ফুলের বৃষ্টি হয়।

রচনাকাল- ০৬/০১/২০২৩ ইং, ১৯:৩৮ মি., 
হাইলাকান্দি (আসাম-ভারত) 

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...