মনের মৃত মহাদেশে
. রফিক উদ্দিন লস্কর
আজও ভালোবাসা নেই মনের মৃত মহাদেশে
এখানে নেই শীত বিকেলের মিঠে রোদ্দুর।
উপরে মেঘলা আকাশ আর নীচে চোরাবালি
ফিকে হয়ে গেছে কুমারী বুকের হিরণ্ময় দ্যুতি
বসন্তের দিনেও এখানে বাতাস নেই, নেই ফুলের গন্ধ,
শুধু আছে ভরদুপুরে নিষিদ্ধ পল্লীর ষোড়শীর গোঙানি।
একরাশ বিষণ্নতা নিয়ে এখানে ভোর আসে নিঃশব্দে
এখানে শিশিরবিন্দুও জমে না মৃত ঘাসের মলিন বুকে
শুধু বিরানপ্রান্তরে টাঙানো আছে দুঃখের মানচিত্র।
পলাতক প্রশান্তিরাও আর ফিরে আসে না এখানে
উর্বর ব্যথিত হৃদয়ে কেবলই একাকীত্বের গোলাপ ফোঁটে।
রচনাকাল- ১৮/০/২০২৩ইং, ৮:৪০মি. - কাটলিছড়া (হাইলাকান্দি-আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন