শেষ ট্রেন
রফিক উদ্দিন লস্কর
একটি যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়েছিল অন্তঃনগর স্টেশনে
আমিও দাঁড়িয়ে আছি প্লাটফর্মের একপ্রান্তে,
শীতের রাতের শেষপ্রহরে তেমন কেউ নেই প্রায়ই ফাঁকা।
ফেরিওয়ালা আর টোকাইদের দল চলে গেছে অনেক আগে
আর যাদের বাড়ীঘর নেই তারা গুটিসুটি মেরে বসে আছে।
একজন বৃদ্ধও মৃদু কাশি নিয়ে শুয়ে আছে এক কোনায়
জীর্ণ কাপড়,পেট-পিঠ এক, দুচোখ ভরা গাড় বিষণ্ণতার ছাপ।
ট্রেনটি সশব্দে চলে গেলো নাগরিকের ভাতঘুম ভেঙে
আমি একটু সামনে গিয়ে আবার পিছনে ফিরে এলাম,
শুধু তাঁকিয়ে রইলাম প্লাটফর্মের সামনে পাত ছোঁয়া দিগন্তে
দিগন্তঘেষা কিছু উদাসী বাতাস আমাকেও উদাসী করে দিলো।
রাতের শেষ ট্রেনও এসে দুমিনিটের জন্য স্টেশনে থামলো
অসংখ্য মানুষের ভিড় আর জনরবে ভরে ওঠে প্লাটফর্ম
যাত্রী , কুলি সবাই ব্যস্ত কারও কাছে ফ্রি সময় নেই।
ট্রেন চলে যায় ব্যস্ততাও কেটে যায়
বৃদ্ধ লোকটির কোনো তাড়া নেই, ব্যস্ততাও নেই
তবে তাকে ঘিরেই অনেক ব্যস্ততা রয়েছে...
প্লাটফর্মে থাকা কতগুলো মশা ও মাছির।
রচনাকাল- ২১/০১/২০২২ইং, ৮:২০মি. কাটলিছড়া(হাইলাকান্দি-আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন