মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩

অলিখিত সংবিধান

                   অলিখিত সংবিধান 
                    রফিক উদ্দিন লস্কর 
একটি প্রজাপতির অবুঝ শিশুকে নির্মমতার চাদরে
যেকোনো সময় অতি সহজেই মুঠোবন্দি করা যায়,
কিন্তু আমাকে?
মমতার সুতোয় কল্পনা করো দিনের পর দিন...
আমি নগন্য অনাদরে পড়া অংকুরিত মিহি শস্য দানা
যেকোনো মূহুর্তে, যে কোন স্থানে;
বটবৃক্ষের মতো শিরদাঁড়ায় মাথা উঁচু করে দাঁড়াই
আর এটাই আমার স্বভাব।
আমাকে হয়তো চেনো না জানো না , 
আমার ওষ্ঠে প্রতিবাদের অগ্নিশিখা জ্বলজ্বল করে 
আমি বিশ্বাসঘাতকের কলজেটা টেনে ধরতে পারি
আর তাতে দু'হাতে কান ধরে সানাই বাজাতে পারি।
জানিনা কেনো হিসেবের হালখাতায় বছরের পর বছর 
শুধু জমতে থাকে অবহেলা, নির্যাতন আর কটাক্ষ,
অবিশ্বাসের রাজধানীতে জঞ্জালের একটা মশাল জ্বলে।
আমি মাঝে মাঝে সাপের মতো খোলসও বদলাতে পারি 
বিনাশ, অবহেলা আর বিশ্বাসঘাতকতার মিনারে চড়ে 
আমি তীব্র কণ্ঠে আওয়াজ দেই...
অসুস্থ মানসিকতা হুঁশিয়ার, সুস্থ হওয়ার সময় ডাকছে
এই পৃথিবীটাকে আমি একটা স্বর্গোদ্যানে সাজাতে চাই।

রচনাকাল:- ২৪/০১/২০২৩ ইং, ১৬:৩৬ মি. হাইলাকান্দি (আসাম-ভারত)


কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...