রবিবার, ৯ অক্টোবর, ২০২২

ধন্য নবির উম্মত


.      ধন্য নবির উম্মত 
.    রফিক উদ্দিন লস্কর 

ঘোর অমানিশায় ঘেরা ছিলো
মরুর সোনালী আকাশ, 
ঝলমল করে মা আমেনার ঘর 
ছড়ায় ফুলের সুবাস।

যখন আরবভূমি অরাজকতায়
সবার ছিলো পথের ভুল,
তখন দীপ্ত প্রদীপ  নিয়ে এলেন
আমার মোহাম্মদ রাসুল। 

সেদিন কেউ ভাবে পরশ পাথর 
কেউ বলেছে  ফুল,
আর নরপিশাচরা ভাবছে শুধু 
তাদের অহি-নকুল।

যখন নারীজাতিকে ভাবতো সবে
সকল পাপের মূল,
আমার রাসুল এসে ভেঙে দিলেন 
তাদের মনের ভুল। 

ক্ষুদার্ত সকলের মিললো খাবার
তৃষ্ণার্ত সকলের পানি,
আর মানব পেলো সহজ সুপথ
প্রভুর ঐশী বাণী। 

দিনরাত্রি তার চললো মিশন 
দেখাতে মুক্তির পথ,
ধন্য হলো সাত আকাশ জমি
ধন্য তাহার উম্মত।

রচনাকাল: ৯অক্টোবর ২০২২ইং (ঘুংঘুর- শিলচর) 




কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...