রবিবার, ২ অক্টোবর, ২০২২

শরতের বার্তা

.        শরতের বার্তা
.  রফিক উদ্দিন লস্কর 

শরৎকালে নীল আকাশে
সাদা মেঘের ভেলা,
নদীর চরে হাওয়ায় চলে 
কাশফুলের খেলা। 

শারদীয়ার শুভ্র সকাল 
দিচ্ছে মনে দোলা,
হাসি মুখে ছোট্ট মেয়ের
শিউলি ফুল তোলা। 

শরৎ এলো চারপাশেতে
ঢাকির ঢাকের সুর, 
আকাশ বাতাস মুখরিত 
শিশিরভেজা ভোর। 

শারদ মানে গ্রাম শহরে
পুজোর আয়োজন,
শঙ্খ কাঁসর উলুধ্বনির 
সুরেতে ভরে মন।

শরৎ এলো বার্তা নিয়ে 
করতে অসুর নিধন, 
সাম্য প্রীতি ভালোবাসার
গড়তে নতুন বাঁধন ।

রচনাকাল - ০২ অক্টোবর ২০২২ইং, 
ঘুংঘুর-শিলচর (আসাম-ভারত) 




কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...