. অসহায় বেচারা
. রফিক উদ্দিন লস্কর
সময়ের কাছে আজ বড়ই অসহায়
সাজানো স্বপ্নরা বেদনায় কাতরায়।
ভুলের পাহাড়ে বাস বর্তমান অতীত,
মিথ্যের আসর গড়ে নড়বড়ে ভিত।
হামাগুড়ি দিয়ে চলা জীবনের পথ
অভিজ্ঞতা, উপলব্ধি নানারূপ মত।
স্বার্থের দৃষ্টিকোণে সব লোক হাঁটে,
মন যোগাতে বোকা নিরর্থক খাটে।
কপট নিত্য ভাবে সবলোক বোকা
সহজ সরলকে দিয়ে যাবে ধোঁকা।
এই ভেবে দিন কাটায় অসাধু ব্যক্তি
দিনান্তে হিসেব কষে পায় সে তৃপ্তি।
রচনাকাল - ২৮ সেপ্টেম্বর ২০২২ ইং,
ঘুংঘুর - শিলচর (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন