বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

হক কথা

                  হক কথা
           রফিক উদ্দিন লস্কর 
সামাজিক মাধ্যম ফেসবুকের পাতা
কিছু পোস্ট দেখলে গরম হয় মাথা। 
কে বড়ো, কে ছোটো এই নিয়ে দ্বন্দ্ব 
প্রচারের গেঁড়াকলে নেই ভালোমন্দ। 

এখানে সবই আছে খবর, ধর্ম, ভোট 
মিথ্যে খবরেও জাতি করে একজোট। 
ভণ্ডরা এখানে এখন ধর্মের ঠিকাদার 
বিদ্বেষি পোস্টে টাইমলাইন ভরা যার। 

ভোটের প্রচারে নেই মাইকিং দরকার
টিভি চ্যানেলে চলে দিনরাত চিৎকার।
এসব দেখতে পাবেন ফেসবুকে এখন 
ঠেলাঠেলি প্রতিদিন নেই কোন কারণ। 

জ্ঞানীলোক দূরে বসে মনে মনে ভাবেন
সামনে আসলে তিনি কিল-ঘুষি খাবেন।  
জ্ঞানীদের স্থান নেই অজ্ঞানদের ভিড়ে,
সুযোগেও নিতে পারে নাড়িভুড়ি ছিড়ে।

পরকীয়ার ঘটনা কিংবা খুন, লুঠ, ধর্ষণ 
ফেসবুক লাইভে হলে হয় লাইক বর্ষণ।
প্রতারণা, বিজ্ঞাপনেও মিথ্যের পাহাড়
ফেসবুকে সম্ভব সরলতায় ভাঙে ঘাড়।

রচনাকাল- ১৬/০৩/২০২৩ইং, ১৮:৩৭ মি. 
হাইলাকান্দি (আসাম-ভারত) 


কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...