মেকি প্রেম
রফিক উদ্দিন লস্কর
একটি গল্পের রাজপথ দিয়ে
হেঁটে যাই অনেকদূর,
সেই গল্পের চরিত্রের ভূমিকা
রাতকেও করে ভোর।
জীবনের ছন্দে উত্থান পতন
প্রহরী গল্পের সীমায়,
মিথ্যের পাহাড়ে উষ্ণ বাতাস
নিশুতি রাতে ঝিমায়।
রহস্যের মাঝে গল্পের প্রান্তর
ছায়াশরীরের আগমন,
মেকি প্রেমের করতালি শুনে
সুপ্ত মনে জাগে চেতন।
গল্পেরও শেষ শুরু হতে হতে
গল্পটাও যে হয়নি গল্প,
সত্য উন্মোচনে যবনিকা পড়ে
ক্ষতির হিসেবও অল্প।
রচনাকাল- ০৮/০৩/২০২৩ ইং, ১৮:৩৫ মি.
[হাইলাকান্দি, আসাম-ভারত ]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন