ভালো নয় তারা
রফিক উদ্দিন লস্কর
এ জগতে খারাপ মানুষ তারাই হয়
যারা স্বীকার করে না নিজ পরাজয়।
হারতে চায় না তারা যুক্তির কাছে,
কথাবার্তায় বুঝবেন অহংকার আছে।
দেখাতে চেষ্টা করে নিজের ক্ষমতা,
সবকিছুতে রয়েছে তাদের পারদর্শিতা।
বিশ্বাসের মাত্রাও শূণ্যের কোটায়,
সন্দেহের আবর্তে ওরা ঘুরপাক খায়।
অল্পতে রেগে গিয়ে আঘাত করে,
সত্য-মিথ্যার বিচার নেই তাদের তরে।
কথার মাঝে তিরস্কার, দুর্বল ভাবে
চোখপাকালে যে মনে হয় আস্ত খাবে।
এমন স্বভাব নিয়ে বেঁচে আছে যারা,
চিনে রাখ ভালো করে, ভালো নয় তারা।
রচনাকাল- ০৫/০৩/২০২৩ ইং, ১০:৫৬ মি. (কাটলিছড়া -হাইলাকান্দি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন