এসেছে রমজান
রফিক উদ্দিন লস্কর
রহমত, বরকত আর মাগফেরাতের রমজান,
সৃষ্টির নিমিত্তে স্রষ্টার এ এক উৎকৃষ্ট অবদান।
শপথ নাও এই মাসেতে রাখতে সকল রোজা,
মিথ্যে কথা বলবনা যে, কমবে পাপের বোঝা।
শয়তান বন্দি খাঁচায় বেহেশতেরও দ্বার খোলা,
রিপুর আবেগ সংযত করে নিজে দাও দোলা।
বন্ধ হয়েচ্চজাহান্নামের সকল দরজা এ মাসে,
করো এবাদত আপনমনে, জান্নাত অনায়াসে।
হিংসা-বিদ্বেষ বন্ধ হোক জুলুম এবং পাপাচার,
পূণ্যমাসের পূর্ণালোকে ভরে উঠুক চারিধার।
ইফতার, সেহেরি, এবাদত, তারারির নামাজে,
ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে এ ঘুণেধরা সমাজে।
রচনাকাল- ২৪ মার্চ ২০২৩ ইং, ১৫:১১ মি.
জে, কিউব-হাইলাকান্দি,(আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন