ভুল ফুটায় হুল
রফিক উদ্দিন লস্কর
ভুল করেও গলায় জোর
ভুল আমার নয়,
ভুলে ভুলেই জীবন যার
ভুলেই পরিচয়।
একটা ভুলে অগ্নি জ্বলে
হৃদয়পুরে রোজ,
সেই ভুলেরই পথে হেঁটে
সত্য করি খোঁজ।
ভুলে পড়ে ভুলেই গেছি
আপন ঠিকানা,
ভুল সময়ে উড়াল দিয়ে
ভেঙে গেছে ডানা।
ভুল পোষাকে সেজেগুজে
ভুলের পথে হাঁটি,
ভুলের ভুলেও হয়নি জানা
নকল আর খাঁটি।
একটা ভুলে জীবন নদে
ভাটার আগমন,
সে ভুলেরই কারণ খুঁজে
কাঁদে ভোলা মন।
রচনাকাল: ০৭/০৪/২০২৩ইং, ১১:১৫ মি.
কাটলিছড়া-হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন