সেই তুমি...
রফিক উদ্দিন লস্কর
যখন দেখি তোমার ছায়া
পড়ে আমার পাশে,
মনের সকল দু:খ আমি
ভুলি অনায়াসে।
তোমার গায়ের গন্ধ যখন
আসে আমার নাকে,
বসত করতে মনের ঘরে
ইচ্ছে আমায় ডাকে।
রচনাকাল: ২৬ অক্টোবর ২০২৩ ইং, ২১:২৫ মি. কাটলিছড়া-হাইলাকান্দি।
. স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।। আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন