শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

অভ্যাসের দাস


   অভ্যাসের দাস
  রফিক উদ্দিন লস্কর 

চলতে গেলে পা আটকায়
বলতে গেলে মুখ,
শুনতে গেলে কানে তালা
দেখতে গেলে চোখ। 
দমিয়ে রাখতে চায় সবায়
জেদ কিংবা ক্ষমতায়,
পরের ভালো দেখলে কিন্তু 
জ্বলন লাগে নিজ গায়।

রচনাকাল: ২৮ অক্টোবর ২০২৩ ইং, ২২:৫০মি, কাটলিছড়া- হাইলাকান্দি। 






কোন মন্তব্য নেই:

উনিশ আমার গর্ব

   উনিশ আমার গর্ব   রফিক উদ্দিন লস্কর  উনিশ আমায় দুচোখ ভরে স্বপ্ন দেখায় রোজ, কেমন আছে করাল গ্রাসে  কে বা রাখে খোঁজ! দশটি ভাইয়ের এক বোন সত্যে...