রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

অমানুষের ভিড়ে

 অমানুষের ভিড়ে
রফিক উদ্দিন লস্কর 

মন বলে চলো যাই
ভালোবাসার শহরে,
সারাদিন ঘুরে ঘুরে 
ভারি মজা করি রে।

যেখানে গেলে পরে
থাকবেনা কোন ভয়,
সবকাজ করে নেবো
মানবতার হবে জয়।

মানুষের মাঝে যখন 
অমানুষরাও এসেছে,
তাই রোজ পৃথিবীতে 
ভালো লোক ফেঁসেছে। 

রচনাকাল: ২৯ অক্টোবর ২০২৩ইং, ১২:৫৬মি. কাটলিছড়া-হাইলাকান্দি।






কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...