রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

অপেক্ষায় মুহুর্তগুলো

   অপেক্ষার মুহূর্তগুলো
    রফিক উদ্দিন লস্কর 
জমানো কয়েকটি প্রহরের মাঝে দিবা কিংবা রাতে
বাধার পাহাড় ডিঙিয়ে শ্বেত কপোতের পালক হাতে।
ক্রমে বেড়েই তো চলছে অপেক্ষার বিবর্ণ মূহুর্তগুলো,
ভেজা সলতের চারপাশে মহড়া জমায় শুকনো ধূলো। 
প্রচণ্ড উত্তাপ বাইরে ও ভেতরে সদর রাস্তায় আকুতি, 
স্যাঁতসেঁতে শেওলায় পিছলে যাওয়া সাবধানী অনুভূতি। 
দুচোখের অন্তরে ভেসে ওঠে সাদা কুয়াশার আস্তরণ,
বিরহী বাতাসের ঝাপটায় ক্লান্ত হৃদয়ে ঘটে রক্তক্ষরণ।
আমি আনমনে বসে অপেক্ষা করি দীর্ঘ হিমেল রাতে,
চেতনার সাথে সখ্যতা করে দেখি পালক নেই হাতে।

রচনাকাল: ২৯ অক্টোবর ২০২৩ ইং, ২২:১১ মি. কাটলিছড়া-হাইলাকান্দি।


কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...