শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

ভালোবাসার মানুষগুলো

ভালোবাসার মানুষগুলো 
  রফিক উদ্দিন লস্কর 

ভালোবাসার মানুষগুলো
হীরের চেয়েও খাঁটি,
তাদের সাথে সবসময়ই
তাল মিলিয়ে হাটি।

সুখদুঃখকেও ভাগ করি
মনের রাজ্যে বসে,
মানিয়ে নিতে সবই পারি
মিষ্টি মুখের রসে।

আসলে বিপদ ভয় করিনা
আমরা সবাই বীর,
ভালোবাসার মানুষগুলোর
অনেক উঁচু শির।

কোমর বেঁধে এগিয়ে যাবো
আসুক বাধা যতো,
আর হাসিমুখে ভুলে যাবো
পুরানো সব ক্ষত।

রচনাকাল- ১১/১১/২০২৩ ইং, ২২: ৩৯মি., কাটলিছড়া- হাইলাকান্দি।

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...