শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

মিছে আশা

মিছে আশা
  রফিক উদ্দিন লস্কর 

দুইদিনের এই দুনিয়াতে
কিসের এতো আশা?
তোমার আছে কতোটুকু
বলো হাওয়ায় ভরসা?
আজ আছি এইখানেতে
কালকে হয়তো নাই,
কোথায় হবে ভিটেমাটি 
হদিস কী আর পাই?
মায়াজালে ঘিরে আছে 
আমার চারিপাশ,
মিথ্যে হয়ে সবই রবে
চলে গেলে শ্বাস। 

রচনাকাল: ০৪ নভেম্বর ২০২৩ ইং, ১২:২১ মি. কাঞ্চনপুর-হাইলাকান্দি।

কোন মন্তব্য নেই:

ভালোবাসা যায় না

ভালোবাসা যায় না  রফিক উদ্দিন লস্কর  সবাই পাক্কা ভালো হতে চায়, তবু কেউ কেউ খারাপ হয়েই স্বস্তি পায়। তারা দেখে না সকালের সূর্যোদয়, রাতের অন্ধকা...