শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

মিছে আশা

মিছে আশা
  রফিক উদ্দিন লস্কর 

দুইদিনের এই দুনিয়াতে
কিসের এতো আশা?
তোমার আছে কতোটুকু
বলো হাওয়ায় ভরসা?
আজ আছি এইখানেতে
কালকে হয়তো নাই,
কোথায় হবে ভিটেমাটি 
হদিস কী আর পাই?
মায়াজালে ঘিরে আছে 
আমার চারিপাশ,
মিথ্যে হয়ে সবই রবে
চলে গেলে শ্বাস। 

রচনাকাল: ০৪ নভেম্বর ২০২৩ ইং, ১২:২১ মি. কাঞ্চনপুর-হাইলাকান্দি।

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...