সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

গল্পটা এমন হোক...

          গল্পটা এমন হোক...
         রফিক উদ্দিন লস্কর 
নিঃশব্দে প্রবেশ করি একটা গল্পের অভ্যন্তরে 
সে গল্পটা মোড়া হোক ভালোবাসার চাদরে।
গল্পটা দেখিয়ে দিক মানবতার সুউচ্চ প্রাসাদ
একমুহূর্ত দম বন্ধ করে ভুলি সকল অবসাদ।
পৃথিবীর সমস্ত গ্লানি, কালিমা নিঃশ্বেস করে
আমরা শামিল হই অলিম্পিকের লম্বা দৌড়ে।
গল্পের আবর্তে আমরা নতুন ইতিহাস খুঁজি
আমি, আমরা, বাড়ি, সংসার, দেশ জগৎ বুঝি।
গল্পের শিরোনাম দখল করলে কেমন হয়!?
যে গল্প ভুলিয়ে দেয় অন্ধকে তার পথের ভয়।
গল্পটা চলুক ভালোবাসার অববাহিকা ধরে 
দুঃসময়ে যেনো সে আনন্দে অবগাহন করে।
সঠিক পথের দিশা দেখিয়ে গল্পটা গল্প হোক
প্রতিবাদী কণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুক।
নিজের পায়ের তলার মাটিকে আঁকড়ে ধরে 
সাম্য, মৈত্রী, একতার সহাবস্থানে গান করে।
গল্পটা হোক আগামীর সূর্য নতুন প্রত্যাশার 
মন্দকে প্রতিহত করে বিভেদের প্রাচীর ভাঙার।
যে গল্প অপ-কর্ষের মূল উৎখাত করতে পারে
অস্থির সময়ে যেনো কড়া নাড়ে বিবেকের দ্বারে।
রচনাকাল- ১৩ নভেম্বর ২০২৩ ইং, ১৬:৫৬ মি. (হাইলাকান্দি-আসাম)




কোন মন্তব্য নেই:

সেই শহরে

.                সেই শহরে  .     ।।    রফিক উদ্দিন লস্কর   ।।  একটি শহরের ব্যস্ততম এক গলিতে  আমার ভাবনাগুলো পাতিকাকের মতো রোজ সকালে বৃষ্টি ক...