বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

একটা মন খুঁজি

            একটা মন খুঁজি 
          রফিক উদ্দিন লস্কর 

একটা মন খুঁজি বিশাল আকাশের মতো
যেখানে ডানা মেলে উড়তে পারি,
পৃথিবীর সব অকল্যাণ দূর করে যেখানে 
শান্তি সম্প্রীতির বার্তা হয় জারি।

ভেঙে ফেলতে হবে বিভেদের শক্ত প্রাচীর 
খুলে দিতে হবে শৃঙ্খল কৃপণতার,
ভালোবাসার সাগরপারের শেষ সূর্যাস্তরশ্মি 
আলোকিত করুক পথ মানবতার।

রচনাকাল- ১৫ নভেম্বর, ২০২৩ইং, ২০:৫৪ মি. কাটলিছড়া-হাইলাকান্দি।


কোন মন্তব্য নেই:

উনিশ আমার গর্ব

   উনিশ আমার গর্ব   রফিক উদ্দিন লস্কর  উনিশ আমায় দুচোখ ভরে স্বপ্ন দেখায় রোজ, কেমন আছে করাল গ্রাসে  কে বা রাখে খোঁজ! দশটি ভাইয়ের এক বোন সত্যে...