শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

ভালোবাসার ঘূর্ণিপাকে

ভালোবাসার ঘূর্ণিপাকে
  রফিক উদ্দিন লস্কর 

তোমার দেওয়া কষ্টগুলো 
গাঁথা মনের মাঝে, 
আন্দোলিত স্মৃতির পাতা
সকাল দুপুর সাঁঝে।

স্বপ্নগুলো হাওয়ায় ভাসে
তুলোর মতো রোজ,
ঘূর্ণিপাকে সাজানো জীবন
কেউ রাখেনা খোঁজ। 

তোমার রাখা ফুলদানিটা
ধূলোর সাথে রয়,
সহজসরল জীবন মাঝে 
অজানা এক ভয়। 

হয়তো কোনো সময়কালে 
বুঝবে মনের ভুল,
দেখবে সেদিন ঝরে গেছে
পাতার সাথে ফুল।  

রচনাকাল:১৮ নভেম্বর ২০২৩ ইং, ১৮:৩৩ মি. হাইলাকান্দি-;আসাম।


কোন মন্তব্য নেই:

সেই শহরে

.                সেই শহরে  .     ।।    রফিক উদ্দিন লস্কর   ।।  একটি শহরের ব্যস্ততম এক গলিতে  আমার ভাবনাগুলো পাতিকাকের মতো রোজ সকালে বৃষ্টি ক...