রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

একান্তে আলাপন

একান্তে আলাপন
রফিক উদ্দিন লস্কর 

বল্ সখি বল্
কার জন্য তোর চোখে
লেগে আছে জল।

শোন্ সখি শোন্
কার বিরহে জ্বলে ওঠে 
তোর বুকে আগুন। 

চল্ সখি চল্
জয়ের পথে এগিয়ে যা
বুকে নিয়ে বল।

থাক্ সখি থাক্
দুঃখ ব্যথা বুকে তোর 
চাপা দিয়ে রাখ্।

দেখ্ সখি দেখ্
মুখোশ পরে প্রিয় সখা 
ধরছে নতুন ভেক।

আয় সখি আয়
অতীত ভুলে নতুন করে 
প্রেমের রঙিন গায়।
রচনাকাল: ১৯ নভেম্বর ২০২৩ ইং, ২২:০৬ মি. কাটলিছড়া- হাইলাকান্দি। 

কোন মন্তব্য নেই:

উনিশ আমার গর্ব

   উনিশ আমার গর্ব   রফিক উদ্দিন লস্কর  উনিশ আমায় দুচোখ ভরে স্বপ্ন দেখায় রোজ, কেমন আছে করাল গ্রাসে  কে বা রাখে খোঁজ! দশটি ভাইয়ের এক বোন সত্যে...