মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

কঠিন সময়

কঠিন সময় 
রফিক উদ্দিন লস্কর 

কঠিন সময়ে হিম শিশিরগুলো জমে জব্দ হয়
সূর্যোদয়ের আগ মূহুর্ত পর্যন্ত অনাবিল আনন্দ
ফুলের বুকে, পাতার ভাঁজেও সে লুকিয়ে রয়।

প্রকৃতির বিশাল চাদরে আলপনা আঁকে তুলি
রঙের সমাহারে বিস্তর এলাকা জুড়ে চলাচল 
বেপরোয়া পথ চলে সকল দু:খ বেদনা ভুলি।

ধাঁধা লাগায় সময়ের গতিপথ অসময়েও মনে
চিন্তাচর্চার ভিতরে আগামীর কতো স্বপ্ন দেখে 
গরমিলে চাওয়া পাওয়ার অঙ্ক নিশীথের সনে।

সময়ের শেষপ্রহরে গায়ে মেখে আলতো রোদ
শুনে যায় ভালোবাসার কাহিনি নীরবে নিভৃতে 
কিছু শব্দ বলে এখন চুকাতে হবে সকল শোধ। 

রচনাকাল: ২৮ নভেম্বর ২০২৩ ইং, ২১:১২মি. কাটলিছড়া- হাইলাকান্দি। 

কোন মন্তব্য নেই:

অনিশ্চিত পৃথিবী

অনিশ্চিত পৃথিবী রফিক উদ্দিন লস্কর  আমি কাল হলে হতে পারি, হয়তো  কারো গল্প কিংবা হাসির খোরাক, অনিশ্চিত পৃথিবীর মাঝখানে শুধু  দুটি হৃদয় আকাশপাত...