বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

'অ'-তে ভালোবাসা

 `অ’-তে ভালোবাসা 
  রফিক উদ্দিন লস্কর 

বাংলা ভাষার শুরুতে যে একটা বর্ণ ‘অ'
তার সাথে আমার অনেক অনেক সম্পর্ক,
এ সম্পর্কটা বিনি সুতোয় বাঁধা,
কলুষতাহীন একদম ধবধবে সাদা
সে আমায় অনেক কিছু ভাবায় 
আমায় হাসায়, আমায় কাঁদায়।
মাঝেমধ্যে ধাক্কা দেয় আমার মনের দরজায়
হাত বাড়িয়ে একাকী রোজই ডাকে আমায়।
অজান্তে, অকারণে চিন্তারাশি জমা করে
আমায় হাঁটতেও শেখায় সহজ পথ ধরে। 
রঙিন তুলির আঁচড় কাটে মনের ক্যানভাসে
ভালোবাসার গোলাপ ফুটাতে পারে অনায়াসে। 
‘অ' বর্ণ-টা আবেগের চরম বহিঃপ্রকাশ 
একাকী মূহুর্তে প্রতীক্ষার উষ্ণ দীর্ঘশ্বাস
বসন্তের আগমনে কোকিলের কুহূতান,
বিরহী প্রেমের প্রেমিকের লেখা গান।
সেই বর্ণ হৃদয়ের আসন জুড়ে করে বসবাস 
স্মৃতির ধারক বাহক আর জীবন্ত ইতিহাস। 

রচনাকাল- ২৭ নভেম্বর ২০২৩ ইং,২৩:১৮মি. কাটলিছড়া- হাইলাকান্দি। 

কোন মন্তব্য নেই:

উনিশ আমার গর্ব

   উনিশ আমার গর্ব   রফিক উদ্দিন লস্কর  উনিশ আমায় দুচোখ ভরে স্বপ্ন দেখায় রোজ, কেমন আছে করাল গ্রাসে  কে বা রাখে খোঁজ! দশটি ভাইয়ের এক বোন সত্যে...