মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪

অসম্ভবে সম্ভব

.             অসম্ভবে সম্ভব 
.         রফিক উদ্দিন লস্কর 

বারান্দার গ্রিল ধরে একটা পৃথিবী দেখা 
মাঝেমাঝে হুইলচেয়ারে একাকী বসে,
নিঃশব্দে ফুলে ফুলে প্রজাপতির ছুটাছুটি
সবুজ গালিচায় কতো ঘাসফড়িং চষে।  

একটা শান্ত পরিবেশ যা অসম্ভবে সম্ভব
বিবেক জাগ্রত হয় যেনো সুপ্ত বাসনায়,
সুন্দর পৃথিবী গড়ার স্বপ্নটা সাকার হোক
সকল কর্মের সাথে সাথে শুভকামনায়। 

চারদেয়ালের মাঝে নিশুতি কোনো রাতে
জোনাকিপোকার আলোয় ভর করে,
ঘোর অমানিশায় পথ চেয়ে জেগে থাকা 
কখন যে কেউ এসে হাতটাকে ধরে। 

রচনাকাল: ০২ জানুয়ারি ২০২৪ ইং, ২৩:৫০ মি., কাটলিছড়া-হাইলাকান্দি (আসাম)।

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...