বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

কে ভালো কে মন্দ

.   কে ভালো কে মন্দ
.  রফিক উদ্দিন লস্কর 

পোশাক দেখে যায়না চেনা
কে ভালো কে মন্দ,
বুঝবে সেদিন ভালো করে 
লাগবে যখন দ্বন্দ্ব। 

আপন মানুষও বদলে যায় 
স্বার্থের দেখা পেলে, 
সম্পর্ক তো ঠুনকো কাচের
হাজার প্রমাণ মেলে। 

লোভের চাকু মুখের মাঝে
রসালো যার বুলি,
অহংকার আর স্বভাব দেখে
বুঝতে পারো ঢুলি।

রচনাকাল: ০৩জানুয়ারি ২০২৪ইং, ১৯:৩৪মি. হাইলাকান্দি- আসাম।







কোন মন্তব্য নেই:

অনিশ্চিত পৃথিবী

অনিশ্চিত পৃথিবী রফিক উদ্দিন লস্কর  আমি কাল হলে হতে পারি, হয়তো  কারো গল্প কিংবা হাসির খোরাক, অনিশ্চিত পৃথিবীর মাঝখানে শুধু  দুটি হৃদয় আকাশপাত...