শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

উন্নাসিক

.                উন্নাসিক 
.        রফিক উদ্দিন লস্কর 

দাবীদারহীন প্রতিচ্ছবি অশ্বত্থ স্কন্ধী 
ক্লান্ত বিমর্ষ পরিবেশে ধ্যানে বন্দী।
যুগান্তরের বিশাল বাহু নিত্য প্রহরী,
জনপদেও বিবর্জিত চৈতন্য লহরী।
চঞ্চল চঞ্চরীর আনাগোনা আনমনে
পরাভূতও সুর খোঁজে নির্জন বনে।
প্রতীতির সঙ্কটকাল বিভূঁইয়ে তরাস
এলোকেশী কামাক্ষীর কবোষ্ণ শ্বাস। 
অসময়ের ব্যতিক্রমী লয়হীন উপাঙ্গ,
অগোছালো জীবনে নির্মোহেও সাঙ্গ।

রচনাকাল: ১৭ফেব্রুয়ারি ২০২৪ইং,২১:০২মি. কাটলিছড়া-হাইলাকান্দি।


কোন মন্তব্য নেই:

অনিশ্চিত পৃথিবী

অনিশ্চিত পৃথিবী রফিক উদ্দিন লস্কর  আমি কাল হলে হতে পারি, হয়তো  কারো গল্প কিংবা হাসির খোরাক, অনিশ্চিত পৃথিবীর মাঝখানে শুধু  দুটি হৃদয় আকাশপাত...