মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

মন পাখি

.                    মন পাখি 
.           রফিক উদ্দিন লস্কর 
আমার হৃদয়ের কুঠরে ছোট্ট একটা পাখি
যতন করে সবসময়ই কাছে তারে রাখি।
কখন জানি উড়ে যাবে মনের দরজা খুলে 
আদর স্নেহ ভালোবাসা সকল কিছু ভুলে।
ডানাকাটা পরীর মতো ঘুরছে পাশেপাশে 
ছুটে যাওয়ার পথ খুঁজে একা-একা হাসে।
নিজে রইলাম ব্যস্ত হয়ে সংসারেরই কাজে
রঙিন ঘুড়ি একা ওড়ে মেঘের ভাঁজেভাঁজে।
যে পাখিটা পোষ মানেনা মনের ঘরে থেকে,
তবুও আমি পাগলপারা তাকে ডেকেডেকে। 
আয়রে পাখি তোকে বলি মনের কিছু কথা
তুই হাসিমুখে আয়না কাছে ভেঙে নীরবতা। 
তোরই জন্য সাজিয়ে রাখছি দুগ্ধ-কলা ভাত,
ইচ্ছে মতো খেতে পারো সকাল কিংবা রাত। 
বোবাপাখি একলা বসে কাঁদছে যে দিনমান,
সাধ জেগেছে দেখবো গিয়ে কবর ও শ্মশান।

রচনাকাল: ২০ ফেব্রুয়ারি ২০২৪ইং,২৩:২৪ মি. কাটলিছড়া-হাইলাকান্দি। 


কোন মন্তব্য নেই:

মনের বনে

       মনের বনে  রফিক উদ্দিন লস্কর  ভাবনার একটা পাহাড়  মনের বাড়ির পাশে, দেখতে তারে প্রতিদিন কতো মানুষ আসে। পাহাড় ঘেঁষা ঝরনাধারা  লোনা পানি ব...