রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

জুকার দাদার বাজার

জুকার দাদার বাজার 
রফিক উদ্দিন লস্কর 

জুকার দাদায় বিশ্বজুড়ে 
দিচ্ছে খুলে বাজার,
এ বাজারে ক্রেতা এখন 
আছে হাজার হাজার।

দিবারাত্রি খোলা থাকে 
চলছে বাজার বেশ,
কতো রকম ব্যবসাপাতি 
তার কি আছে শেষ!

বন্ধুবান্ধব দেশ বিদেশের
জাতি ভাষাও ভিন্ন,
মনের কথা বলতে আছে
লিপির সাথে চিহ্ন।

নায়ক গায়ক কবি লেখক 
কিছুর অভাব নাই,
এই বাজারে বিনা পয়সায়
উকিল ডাক্তার পাই।

ভালোমন্দের সাক্ষী এখন 
ফেসবুকেরই পোস্ট,
এই বাজারে বস্তায় বস্তায়
 সস্তায় মিলে রোস্ট।

স্কুল কলেজে পা পড়েনি
ব্যস্ত বাজার নিয়ে,
ক্রিয়েটরেরও অভাব নাই
চলছে সারি দিয়ে। 

রচনাকাল: ২৫ ফেব্রুয়ারি, ১:০০মি, কাটলিছড়া- হাইলাকান্দি।

কোন মন্তব্য নেই:

মনের বনে

       মনের বনে  রফিক উদ্দিন লস্কর  ভাবনার একটা পাহাড়  মনের বাড়ির পাশে, দেখতে তারে প্রতিদিন কতো মানুষ আসে। পাহাড় ঘেঁষা ঝরনাধারা  লোনা পানি ব...