সোমবার, ২৫ মার্চ, ২০২৪

কাসেম চাচা

        কাসেম চাচা
  রফিক উদ্দিন লস্কর 
কাসেম চাচা গ্রামে থাকেন 
সবার অতি আপন,
মাটির সাথে লড়াই করে
করেন জীবনযাপন।

সকাল হলে মাঠে চলেন 
ফসল করেন চাষ,
ধানের পরে শাক সবজি 
আছে বারোমাস। 

সহজ সরল মনের মানুষ 
ঝগড়া ফ্যাসাদ ছাড়া,
কাসেম চাচার পরিবারের 
সুনাম করে পাড়া।

ন্যায়ের পথের পথিক চাচা
কর্ম নিয়ে চলেন,
সুখ পায়রা পোষেন তিনি
প্রায় মানুষে বলেন। 

দুঃখি জনের পাশে থাকেন
বিপদ যদি আসে,
তাইতো তাকে পাড়াপড়শি 
খুবই ভালোবাসে।

মাটির সাথে মিশে আছেন 
মাটির মানুষ তিনি,
ধনী-গরিব অনেক লোক
তারই কাছে ঋণী। 

রচনাকাল: ২৫/০৩/২০২৪ ইং, ০০:২৮ মি. কাটলিছড়া-হাইলাকান্দি। 

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...