সোমবার, ২৫ মার্চ, ২০২৪

এগিয়ে চলো

.              এগিয়ে চলো
.          রফিক উদ্দিন লস্কর 

দেখতে দেখতে আঠারো মাস হয়ে গেছে পার
আমার আবির,তুহিন বিধাতার সেরা উপহার। 
অবসাদের যবনিকা জমজ তনয় পেয়ে,
সব ব্যথা ভুলি ওদের মুখের পানে চেয়ে। 
চিন্তারাশি মাথার ভেতর ঘনিয়ে আসছে এখন, 
ওদের নৈতিকতায় মানুষ গড়া বড্ড প্রয়োজন। 
জানি, চলার পথে বাধাবিঘ্ন পদেপদে রবে,
ন্যায়ের বাণী মুখে নিয়ে এগিয়ে যেতে হবে।
প্রভুর কথা মাথায় রেখে যেনো চলে সকল কাজ,
যদি সত্যের পথে হেরেও যায় নেই তাতে লাজ।

রচনাকাল: ০৭ মার্চ,২২:৩২মি. কাটলিছড়া-হাইলাকান্দি।



কোন মন্তব্য নেই:

পাখি

.          পাখি । রফিক উদ্দিন লস্কর।  কপোত পাখি মেলছে পাখা ধরে রাখা দায়, নীল আকাশে উড়ে উড়ে দূরে চলে যায়। স্বাধীন পাখি মুক্ত বেড়ি হাসি ভরা মন...