বুধবার, ৮ মে, ২০২৪

মনের বনে

       মনের বনে
 রফিক উদ্দিন লস্কর 

ভাবনার একটা পাহাড় 
মনের বাড়ির পাশে,
দেখতে তারে প্রতিদিন
কতো মানুষ আসে।

পাহাড় ঘেঁষা ঝরনাধারা 
লোনা পানি বয়,
কল্পনাতে শহরের মানুষ 
কতো কথা কয়।

ঝড়বৃষ্টি ও জোয়ারভাটা 
পাহাড়ি নদীর 'পর,
মানব তরী ঘিরে আছে 
সারা জীবন ভর।

এই পাহাড়ে কোনকালে 
যদি আসে দাবানল, 
জ্বলেপুড়ে ছারখার হবে
থাকুক যতো বল।

রচনাকাল: ০৮মে ২০২৪ইং,২১:০২মি. কাটলিছড়া-হাইলাকান্দি। 

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...