শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

ইদ আনন্দ

ইদ আনন্দ
   রফিক উদ্দিন লস্কর 
(নিতাইনগর-হাইলাকান্দি-আসাম)
বছর ঘুরে আসছে আবার
খুশির হাওয়া গায়,
ইদের খবর সবার মনে
দোলা দিয়ে যায়।

ইদের জন্য জোয়ান বুড়ো
সবাই খুশি আজ,
খোকা খুকির রংবেরঙের 
গায়ে নতুন সাজ।

ইদ এসেছে সবার মাঝে
একটি বছর পরে,
খুশির হাওয়া বইছে তাই
প্রতি ঘরে ঘরে। 

ধনী গরীব এক কাতারে 
পড়বে ইদের নামাজ,
ভালোবাসায় বিভেদ ভুলে
সবাই সমান আজ।

রচনাকাল- ২৮ মার্চ ২০২৫ ইং, রাত ৩:১১ মি.
(কাটলিছড়া-হাইলাকান্দি) 

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...